তুমি ভেজা চুলে এলে বলে
আর্ত শীত শিহরণ সুরে ডেকে বলে-
তোমায় সাজাবে শেষ বিকেলের কিঞ্চিৎ আলোর কাজল প্রলেপে,
তুমি ভেজা চুলে এলে বলে -
শতদল আকুল আবদারে কুয়াশা সন্নিবেশিত প্রহর গোনে,
তোমায় সাজাবে ঊষা কিরণে উত্তর হাওয়ার মৃদু পরশে। 

অদূর তারকা খুঁজে ফের তোমার নাম জানাবে বলে -
আচমকা এক পশলা বর্ষা এসে জানিয়ে দেয় শীতল স্নেহাতুর অভিব্যক্তি,
উত্তরের অবিচ্ছিন্ন হাওয়া সহসা এসে ছুঁয়ে যায় তোমার মুক্ত কেশ গুচ্ছ;
সজীব মুকুলের দল নিমন্ত্রণের সুর বোনে তোমার সুপ্ত নয়ন জলে,
যেভাবে শরৎ আসমানের নীল ক্যানভাসে  ফুটে উঠে সাদা কাশ ফুলের কুড়ি ;
সেভাবে শিউলি ফুলের ঘ্রাণ জড়িয়ে আছে শতদলের প্রাণে।

দিশেহারা মিষ্টি বকুল আপন করেছে অবিরত বর্ষা দিনের গান
সুবাসে ভরে ওঠে যেন মৃগের চঞ্চলা-চপলা প্রাণ,
তেমনি তোমার আঁখি কাজল স্পর্শ করে জুঁই ফুলের ঘ্রাণ,
বিলের প্রস্ফুটিত শাপলা গ্রহণ করে যেন বর্ষার দান ;
তেমনি তোমার ভেজা চুলের স্পর্শে আনচান করে কদম মঞ্জরীর প্রাণ।


৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।