কেটে যাবে আবার শূন্য আঁধার
কোলাহলে জমবে ব্যস্ততা আবার,
নীরব ক্লান্তি ভুলে পথচলা শুরু
কল্পনা মুছে দিয়ে ঘরে ফেরার ডাক।
রাত্রি দিন ভুলে জেগে থাকা রাত
ক্লান্তির প্রহর গুনে তারাদের ভীড়,
আবছা মায়ায় ভোলা সুখে থাকা নীড়।
তবুও চলুক যান্ত্রিকতা ভুলে থাকার নাম
জানালার ফাক দিয়ে খুঁজে পাওয়া পুরনো খাম,
প্রহর না গুনে বেঁচে থাকার গান
অভিমান হারিয়ে লুকানো প্রতিদান।
বারান্দায় জমা সহস্র ধূলোর জাল
ফেলে রাখা কবিতার যেন হাজার কাল,
যেন, সহস্র প্রহর ধরে উঁকি মারে ড্রইং রুমের কোণ
প্রচ্ছদ টা হারিয়ে প্রহর গোনার কাল ;
এখানে, চন্দ্রবিন্দু হারিয়েছে বাহুল্য দোষের ফল।