বিষাদ থেকে নুয়ে পড়া জল
অসহ্য সব মায়া দের দল,
ক্লান্তি মেখে মরীচিকা সব ;
ক্রন্দন সুরে চমকিত খুব।
বিষাদ থেকে আকাঙ্ক্ষা রা কাঁদে
নিশ্চুপে বসে জোনাকিরা সব,
হাওয়ায় ভাসে ফানুস উড়িয়ে।
বিষাদ থেকে জেগে ওঠা ঝড়
অদম্য সব লক্ষ্যের দল,
পাহাড় ভেঙে অলীক সব;
সম্ভাবনা জুড়ে বাস্তব খুব।
বিষাদ থেকে ছন্দের প্রতিফলন
কাব্য -গতিময়তার নতুন স্ফুরণ,
নব্য প্রচেষ্টার বাস্তবিক অপেক্ষা ;
সম্ভাবনা জুড়ে চন্দ্রবিন্দুর আকাঙ্ক্ষা।