বলছিনা ভালোবাসতেই হবে,
রুটিন করে প্রতিদিন দেখা করতে হবে,
পাশাপাশি বসে সময়কে থামিয়ে দিতে হবে,
পরষ্পরের চোখের গভীরতার পরিমাপ করতে হবে,
পাশাপাশি হেটে বিকেল গড়িয়ে সন্ধ্যা আনতে হবে
কিংবা নদীর তীর ধরে এগিয়ে ঝুকে পড়া আকাশ ছুঁতে হবে।

জড়িয়ে ধরে দু একটা সুখ কিংবা দুঃখের স্মৃতি চারণও করতে হবে না,
দু একটা চিঠিও আদানপ্রদান করতে হবেনা,
মান অভিমানের সময়ে বাচ্চার মত অভিমানও ভাঙাতে হবে না,
অসহায়ত্বের সময়, চিবুকে হাত রেখে বলতেও হবে না আমিতো আছি,
শুধু যখন ভালোবাসি বলবো,
ঠোঁটের কোনে এক চিলতে মুচকি হাসি নিয়ে বলো "পাগল"।