আসলে তুমি কি?
তুমি হচ্ছ একটা নেশা
যার নেশায় বুদ হয়ে,
সারাটি জীবন কাটিয়ে দেয়া যায়।
সেই সুন্দর স্বপ্ন
যা স্বপ্ন জেনেও, বাস্তব বলে মনে হয়
একবার দেখার ভালোলাগায়,
জন্মজন্মান্তর প্রফুল্ল থাকা যায়।
পশ্চিমাকাশের গোধুলি
যা দুপুরের মত উজ্জ্বল হয়তো নয়
কিন্তু একবার দেখার জন্য
হাজার দুপুরকে জলাঞ্জলি দেয়া যায়।
শ্রাবণের ভারী বর্ষণ
যার প্রভাবে গৃহবন্দী হয়তো হতে হয়
কিন্তু টিনের চালের উপস্থিতি,
হাজারো কাব্যের জন্ম দেয়।
সেই দুর্বোধ্য কাব্য
যা বুঝতে হয়তো সবাই পারেনা
কিন্তু পাঠোদ্ধারের পর
সারাজীবন এই কাব্যরসে ডুবে থাকা যায়।
সেই প্রশ্ন
যার উত্তর পাওয়া সম্ভব নয় জেনেও
সারাটাজীবন সেই উত্তরের বিরক্তিহীন খোঁজ করা যায়।
প্রকৃত অর্থে তুমি হচ্ছ সেই অমৃত
যার জন্য গরল হয়তো পান করতে হয়,
কিন্তু প্রাপ্তি শেষে,
হাজারো গরল পানের যন্ত্রণাকেও তুচ্ছ মনে হয়।