হয়তো কখনো ফুল হাতে সামনে দাঁড়ানো হবেনা,
হাত ধরে কিংবা হাটু মুড়ে গুছিয়ে কিছু বলাও হবেনা
তবু ভালবাসি।
হয়তো শুধু দূর থেকেই দেখে যাব,
স্বপ্ন চত্বর কিংবা বিজয় অঙ্গনে আড্ডার ছলে, আড়চোখে দেখব তোমার দ্রুতচলন,
আমার উপস্থিতি বুঝতেও দেবনা
তবু ভালবাসি।
হয়তো ক্যাম্পাসের অন্য যুগলদের দেখে হিংসেই করে যাব,
কখনো পাশে হাটা হবেনা,
একসাথে কিছুটা পথ চলা হবেনা,
এক রিকশাতে পাশাপাশি বসাও হবেনা
তবু ভালবাসি।
হয়তো এইসব ভাবনা চলতে চলতেই শুনব তুমি অন্য কারও,
পাওয়ার আগেই হারিয়ে ফেলবো তোমায়,
কখনো বলাই হবে না
তবু ভালবাসি।
হয়তো বখাটের মত পিছু নেয়া,
তোমার জন্য করা খানিকটা পাগলামোর স্মৃতি নিয়েই কাটাবো বাকিটা জীবন,
তবু ভালবাসি।