মাগো, আজ আমি যুদ্ধে গিয়ে
বিজয় আনব ছিনিয়ে।
বিজয় মোদের হবেই হবে
রাখ তুমি স্মরণে,
দেশের তরে আমরা কেউই
ভয় করিনা মরণে,
বিজয় শপথ রইল তব
দুটি শ্রীচরণে।
ওরে খোকা, ওরে জাদু,
ওরে আমার সোনা,
দেশের তরে যুদ্ধে যেতে
করব নাকো মানা।
বাবার স্বপ্ন করতে পূরণ
ভয় করিস না, মৃত্যু যদি হয়ও
সে যে বীরেরই মরণ।
মাগো,
আস্থা রাখ আমার প্রতি
ম্লান হতে দেবনা
বাবার অমর কীর্তি।
বাবার রক্তাক্ত শার্ট
যেন আমায় বলছে,
হে যুবক,
তোমার রক্ত কি টগবগিয়ে ফুটছে?
মা ভাবছে আপনমনে
খোকার গলেও শুনি,
সবার মত তার কন্ঠেও
জয়বাংলা ধ্বনি।।