ভালোবাসলেই নাকি, জড়িয়ে ধরে ভালোবাসার কথা শুনাতে হয়,
হাটু মুড়ে ভালোবাসার কথা জানাতে হয়,
রুটিন করে দেখা করতে হয়, শুভ বার্তা পাঠাতে হয়,
ন্যাকামো করে রাগ ভাঙাতে হয়,
কিন্তু আমার তো তোমাকে ভেবেই সুখ।
ভালোবাসলেই নাকি, পাশাপাশি বসে সময়কে থামিয়ে দিতে হয়,
পাশাপাশি হেটে, বিকেল গড়িয়ে সন্ধ্যা আনতে হয়,
এক রিক্সাতে পাশাপাশি বসে পাড়ি দিতে হয় অজানা গন্তব্যে,
ঘন্টার পর ঘন্টা ফোনালাপে ব্যস্ত থাকতে হয়,
কিন্তু আমার তো তোমার সাথে কথা বলতে বলতেই ঘুম ভাঙে।
ভালোবাসলেই নাকি, পাশাপাশি বসে আকাশ দেখতে হয়
তারা খসার সময় চোখ বুজে নিজেদের পাশাপাশি থাকার ভবিষ্যতের জন্য কামনা করতে হয়,
আকাশের বিশালতায় নিজেদের হারিয়ে ফেলতে হয়,
পাহাড় সমান আশা নিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হয়,
কিন্তু আমিতো ক্ষণিকের দেখা তোমার দুচোখেই নিজেকে একলা হারিয়ে ফেলি।
ভালোবাসলেই নাকি, প্রেয়সীর সাথে বাকী জীবন কাটানোর স্বপ্ন দেখতে হয়
জীবনের সব সুখ দুঃখ ভাগাভাগি করার প্রতিজ্ঞা করতে হয়,
পরষ্পরের সমস্ত ভালোলাগাকে ,নিজের ভালোলাগায় পরিণত করতে হয়,
কিন্তু আমিতো চিরন্তন বিরহকেই বরণ করে নিয়েছি,
তবে কি আমি ভালোবাসিনা?