আমায় একটু বিরহ দেবে?
তোমায় নিয়ে স্বপ্ন দেখতে দেখতে আমি ক্লান্ত
তোমার স্বপ্নে নির্ঘুম রাত কাটাতে কাটাতে
ইনসমনিয়া হয়তো জেকে বসেছে
ওই ওষ্ঠের এক চিলতে হাসি যখন জ্বালাতন করে
চোখের পাতা কি এক করা যায়?

দেবে আমায় একটু বিরহ?
তোমার দুচোখের অতল গভীরে দিনদিন তলিয়ে যাচ্ছি,
তোমার খোলা চুল যেন ফাঁসির দড়ির মত জাপটে রেখেছে,
প্রতিটি নিশ্বাসে কি অসহ্য যন্ত্রণা ।

দেবে একটু বিরহ?
তোমার রঙ্গিন স্বপ্ন আমার সাধাসিধে সাদাকালো জীবনকে
প্রতি মুহুর্তে আমার থেকে দূরে ঠেলে দিচ্ছে
এত রঙ্গিন স্বপ্ন আমার চোখ সহ্য করতে পারছে না।
চোখেরই বা কি দোষ বল,
যার সারাজীবন কেটেছে দুপুরের খর সূর্য দেখে
তার গোধুলী সহ্য হবে কিভাবে।

একটু বিরহ দেবে আমায়?
এইভাবে এভারেস্টসম আশা নিয়ে,
মারিয়ানার অতল নিরাশায় পড়তে চাই না।
একটু বিরহই না হয় পেলাম।