বাংলার বাতাসে বইছে আজ মুজিব জন্মশতবার্ষিকী ঘ্রাণ।
কোটি বাঙালির কণ্ঠে গাইছে তোমারই জয়ও গান।
বাংলার বুকে তুমি বেঁচে থাকবে আজীবন।
মুজিব, শতবর্ষে তোমায় অভিবাদন।
রক্ত দিয়ে যে মানচিত্র এঁকেছো,
মায়ের আত্মত্যাগ দিয়ে যে ভাষা গেঁথেছ ,
বাংলাকে যে সম্মান দিয়েছ
তারই গান গাইছি, আমরা তোমারই গান গাইছি।
ভুলিনি তোমার সংগ্রামী গান,
হৃদয়ে গেঁথেছি তোমারই সম্ভাষণ।
মুজিব, শতবর্ষে তোমায় স্বাগতম।
তুমি তো সেই মুজিব
কোটি বাঙালির সাহস যুগিয়েছ
অস্ত্রের সম্মুখে বুক পেতেছ
জয় বাংলা বলে চিৎকার করেছ
তুমি তো মহামানব
বাংলার বন্ধু, বঙ্গবন্ধু।
আবার জেগে ওঠো, আবার জ্বলে ওঠো
বজ্র কণ্ঠে দাও হুঙ্কার..
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’
বিজয়ের জয় টিকা এঁকে দাও প্রতিটি বাঙালির কপোলে।
শতবর্ষে তোমায় স্বাগত | সুকান্ত
১৩.০৩.২০২০ | বরিশাল ৮২০০।