চারপাশ মরিচায় আচ্ছন্ন
আকাশের মেঘ তাও ঘন হয়ে গেছে।
নিঝুম রাত্রি কাটিয়ে-
তোমার কপালের লাল টিপের মাহাত্ম্য খুঁজে বের করতে আমি বড্ড ক্লান্ত হয়ে আসছি।

এত আত্মহত্যা
এত মৃত্যু, মিথ্যা; ছলনা
নির্মল প্রাণের আশ্রয় কোথায়?
তবে প্রার্থনা করো হে- জন্ম যেন থেমে যায়।

যদি এমন হতো- বোধ নেই, কিন্তু তুমি;
পাখিদের মতো কোমল
সবুজ পাতার মতন নিশ্বাস
একটি সন্ধ্যায় কোকিলের কন্ঠে ভেসে আসতো অনুভব-

তবে হয়ত আরো কিছুটা দিন
আরো কিছুটা সময়
আরও কিছুটা মুহূর্ত নিয়ে-
সেই রাখালের বাঁশির সুরে এ জীবন বয়ে যেত আলপথ ধরে।

হারানো নিশ্বাস
-সুকান্ত
৫ বৈশাখ ১৪২৯, বরিশাল।