পুরনো আদরে জমে উঠে বিষন্ন সুকান্ত'রা
আঁখি ভরে ওঠে, গভীরে স্তব্ধতা।
হাতের স্পর্শে কেঁপে উঠে শরীর।
সখী, আমি জ্ঞানহীন
তবুও জানি, কণ্ঠে আমার নীরবতা।
কিছু ব্যথা পবিত্র থেকে আরও পবিত্র হয়ে ওঠে।
নিজের ভুলকে যদি ফুল রূপে ফোটাতে চাও
একদিন ঝরে যাবে।
তার চেয়ে বরং নিজের মুক্তি খোঁজ
এবং আমায় ডোবাও।
-অন্তরীক্ষে তুমি
৩০.১২.২০২০