আজ নেই,
অনেক, তার থেকেও দূরে-

ওই দূরের কোন সীমানা নেই
নেই আকাশের মত নীল,
নেই ভেসে থাকা চিল,
ফেরাবে কি করে বলো?

মেঘের মত রঙ
তবুও মেঘ হতে নেই
রজনী গন্ধার মত ঘ্রাণ
তবুও গোলাপ কত আপন
আমরা কি অনেকটা পর হয়ে গেছি?

আজ নেই প্রশ্ন, নেই উত্তর
দেখ, আমরা কত গোপন!
নেই অভিমান, নেই চোখের জলে আবেগ
নেই অহেতুক বায়না ধরা
কতকাল রিক্সায় চরে বৃষ্টি ছুঁই না।

আজ ওই বৃষ্টি আছে
মেঘ আছে, রিক্সা আছে, গোলাপ আছে, নীল আকাশে চোখ আছে
আমাদের দৃষ্টি নেই
তুমি নেই, আমিও নেই
আমরা আমাদের নেই।

-আমরা আমাদের নেই
বরিশাল, অফিস
৯ সেপ্টেম্বর ২০২০