একটি কবিতা লিখব তোমায় নিয়ে ভাবতে ভাবতে,
আমার দিন কেটে যায়,
রাত কেটে যায়।
বছর ঘুরে নতুন বছর ফিরে আসে।
একটি কবিতা লিখব তোমায় নিয়ে
সেখানে থাকবে আমাদের, প্রেমের প্রতিচ্ছবি।
কবিতাটির রং হবে কালো!
বলেছিলে,কালো তোমার ভালো লাগে।
তখন থেকেই,
কালোর প্রেমে পরতে আমার, লেগেছে ভালো।
কবিতার নাম রাখব, অরু!
অরু, আমার ভীষণ পছন্দ।
অরু নামটার পছন্দতত্ত্ব আমার জানা নেই।
কিন্তু,
অরুর ভিতর খুঁজে পাই ,পবিত্র প্রেম।
তোমার জন্য একটি কবিতা লিখতে,
আমি বেঁচে থাকতে চাই যুগ যুগ ধরে।
তোমার কপাল-জোরা কালোটিপের গল্প, লিখবো আমার কবিতায়।
আউলা কেশের গন্ধের বর্ণনা লিখবো আমার কবিতায়।
কালচে ঠোঁটের মিষ্টি হাসির শব্দ বুনবো আমার কবিতায়।
মায়াবী চোখের জলে কাজল ধুয়ে যাওয়ার ইতি কথা লিখবো,
আমার কবিতায়।
অরু,
আমি লিখতে চাই
আমি লিখতে চাই আমার প্রেমের গল্প,
কবিতার লাইনে ভেসে যাক দিক দিগন্ত।
তবে আজও সে কবিতার জন্ম দিতে পারব কিনা,জানি না....
সে হয়তো কল্পনাই থেকে যাবে চিরকাল।
তবু আমি লিখবো,শুধু তোমার জন্য লিখবো।
অরু,
তবে সে কবিতার নায়ক হবে পৃথিবীর সকল ব্যর্থ প্রেমিক।
একটি কবিতা লিখব || সুকান্ত
কলেজ রো, বরিশাল
১১.০৬.১৯