মাথার উপর থেকে ডিলিট হয়ে যায় বটগাছ।
ভাঙা নৌকায় কনভার্ট করে ফেলি সাইকেল,
কতদূর সে বয়ে নিয়ে যাবে খড়কুটো,
লোহা যন্ত্রণার চোরাবালি?
আহত অক্ষরমালার দেশে-------
আমি গোটাতে থাকি লাটাই
অথচ ঘুড়ি এসে পৌছায় না হাতে।
এই ঘুড়ির জন্য কেউ এন.এইচ.-এ ছুটে যায়,
নারকেল গাছ হতে চায় কেউ কেউ।
অন্ধ ভিখিরির হাতে নক্ষত্র দেবার ভুল করেছিলে তুমি।
সপ্ন বিক্রির টাকায় কিনেছিলে চাল,তেল,নুন।
এমনি করে চাকা ঘুরতে ঘুরতে কোথায় পৌঁছবে জানি না,
জানি না সভ্যতার কার্যকারণ।
কেবল ব্যাপক বৃষ্টির ভেতর শুনতে পাচ্ছি
ডানার রিংটোন।
আশ্চর্য রিংটোনের শব্দে
স্বপ্ন টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ঘরময়...॥