আমার ঘর আছে,তোমরা দেখতে পাচ্ছো না
ঘরের দরজা আছে,জানলাও

আমিও আছি তোমরা দেখতে পাচ্ছো না

হতে পারে,সবাই যে যার ঘরের ভেতর আছি
কেউ কাউকে দেখতে পাচ্ছি না


এখানে একটা লাল টুকটুকে ডাকবাক্স ছিল,এখনও আছে
তবে,অব্যবহৃত হতে হতে তার অনিবার্য মৃত্যু ঘটেছে

এখন মৃত ডাকবাক্সটির পাশেই
একটি ক্যুরিয়ার সার্ভিস সংস্থার আউটলেট

কী প্রাণবন্ত! সবসময় গমগম করছে


পথে বাহিরমুখি পায়ের ছাপ স্পষ্ট

একটু আগে এখানেই ছিল,চলে গেছে

মানুষটা ওই রকমই
কখন কোথায় যায়,কোথায় থাকে
কেউ জানে না-------হয়তো ওর কেউ নেই

সত্যি কি নেই?
মুচকি হেসে মানুষটা বলেছে,আছে-----এই যে তুমি আছ
শুনেছি,এক অচিন পথের বাঁকে আমার ঘরও আছে
সেই পথটিই তো খুঁজে পাচ্ছি না