আকাশে ভীষণ কাদা...
হাঁটতে হাঁটতে কেবলই পা পিছলে যায়।
তাই একদিন মেঘের নৌকা করে
যাওয়া যেতেই পারে।
যদি
কখনও যাই
সপ্তর্ষি মণ্ডলের বাড়ীতেই উঠবো
ধূমকেতুর সাথে বিড়ি ফুঁকতে ফুঁকতে
অরুন্ধতী কাছে গিয়ে বলবো:
হ্যাঁ গো স্বাতী কই?
উল্কাকে দেখছি না তো!
'ওমা,সেকি বাড়ীতে থাকে
ওই ছায়াপথ ধরে হেঁটে গেলে দেখবে----
হয়তো চুল্লু খেয়ে সে এখন আকাশমাঠে
ঘুমিয়ে আছে'।