১
একটা স্বপ্নের সঙ্গে আমি থাকি
আকার প্রকারহীন স্বপ্ন
গা-গোত্রহীন স্বপ্ন
কিচ্ছুর আভাস নেই এমন স্বপ্ন
আর তার সঙ্গেই দেখা হয় খেলা হয় কান্না হয় নিত্যদিন
২
মাইরি বলছি
এই স্বপ্নের সঙ্গে আমাকে যে সহবাসে দেখছ
তা আমি পাবো না জেনেই।তবু,
সহবাসে থাকার যে আনন্দ এমন
সত্যি সত্যি
বিকল্পের কথা ভাবতেই পারি না কখনও
৩
সুতরাং,তাকে বিশ্বাস করি
আর বিশ্বাস আছে বলেই
অনন্ত আকাশ জুড়ে তারা ফোটে
অন্ধকারে উঁকি মারে পেচকের চোখ
বিশ্বাস আছে বলেই
আকাঙ্খায় জেগে ওঠে কাকভোর
আধঘুমের সোনালী স্বপন...
৪
যেখানে বিশ্বাস নেই
সেখানে মরা নদী,আঁকুপাঁকু।
তৃষ্ণার্তের আকুল অপেক্ষা
ভরাট উদরে আগাছার ঘর-বাড়ী
ধু-ধু বালিয়াড়ী।
মুছে যাওয়া অক্ষরে নিজস্ব চর
বিশ্বাসই আপন জানে,শরীরে শরীর ছোঁয়...
৫
তাকে পাবো না যেমন, হারাবও না
সে এসেছিল ফিরতে পারেনি মনে হয়,
সন্ধ্যাকালে কাক ডাকে
সে এসেছিল ফিরে যাবে না মনে হয়।এই যে
ফলন্ত গাছ,ফলে ফলে নত----চারিধারে
মানুষ; মানুষ-মানুষ
আয়নার সামনে দাঁড়ালে
আমাকেও ভূগোল লাগে আজকাল।