মাইরি বলছি,
সাইকেলকে কেউ কেউ বোকা ভাবে,
যদিও সাইকেল মোটেও বোকা নয়।
ওদের চাকায় এগিয়ে যাওয়ার স্বপ্ন চিক্ চিক্ করে।
ওরা চৌহিদ্দি পেরিয়ে চলে যায় অচেনা পথের বাঁকে।
আবার ঘরেও ফেরে।নয়নে মাখে প্রেয়সীর টিপ।
টিপের সঙ্গে কথাও বলে।
নিমগ্ন হাসিতে জানায়...
আগামী প্রজন্মের সঙ্গেও থেকে যাবো আমি
দূষণমুক্ত গতিচক্রযান সাইকেল।
✍ সুকান্ত মণ্ডল