॥ রাত্রির শরীরে...॥

শীতে ঠকঠক,শৈলশহরের রাত সাড়ে নটা।ধাবার পাশের নর্দমার ধারে ছেঁড়া-ময়লা মাংকিক্যাপ আর সোয়েটার পরে তেলচিটে গামলা মাজায় ব্যস্ত হলো ছেলেটি।

সামনের রাস্তায় আপন আপন যৌনপুতুলদের নিয়ে মোটরসাইকেলে যে যার নিজের আস্তানায় ফিরছে মঞ্চসফল খাঁটি পশম-আবৃত তরুণের দল।

আমি কবি নই,তবে কবিতা বটে।মাংসহাড়পুঁজরক্তগুমুত সমেত এক আদ্যন্ত কবিতা।আমি কোনদিকে হাত বাড়াবো ভাবি।কে আমায় দলে নেবে!

অনেকদূরের সমতলে,আজ শীতের গভীর রাতে প্রুফ দেখতে দেখতে আমার মাথায় ঐ ছবি ভাসিয়ে জাগায় নিজেকে;আর সাদা ধবধবে কাগজের নিষ্ঠুর ও হৃদয়হীন খড়মড় শব্দ বিঁধে যেতে থাকে দলাপাকানো মাখনের মতো নরম রাত্রির শরীরের মধ্যে।