চশমার ঝাপসা কাচ সরিয়ে হাত বাড়াই
আলোর প্রিজমে,অন্ধকারের ভাঙা ভাঙা আলো----
সেখানে তোমাকে পিঙ্গল দেখায়,বোধহয় হলুদও
হলুদ রঙের শালিক----ছুঁতে যাই উড়ে যায়

আমি মেঘ দেখি,দ্যাখো তুমি?
তোমার তো নিরন্তর ব্যস্ততার উড়ান,
মেঘ ছুঁয়ে-ছুঁয়ে মেঘ পেরিয়ে তোমার চরাচর

আমি বৃষ্টিময় কালো মেঘে ডুবে আছি
মেঘের ওদিক থেকে তুমি কি তাকে সাদা দ্যাখো?