এ-হাত ধরে হাল,লাঙ্গল দেয় মাঠে।
এ-হাত ধরে কাস্তে ফসল আনে ঘরে।
এ-হাত অন্ন তুলে খাবারের পাতে।
এ-পেট তবুও তাই না খেয়ে মরে।

তবে এ কেমন রাজ্য?নেই ঠিক বিচার।
বাবুরা এসিতে,আর মাটিতে কিষাণ।
দিনে দিনে তারা আজ ভোগের শিকার,
দিনে দিনে তলানিতে এ জাতির সম্মান।

এই দেখো তারা আজ বসে নেই ঘরে...
নির্বাচনে দাঁড়িয়েছে পঞ্চায়েত ভোটে।
প্রতিদিন মিটিং করে লোক জড়ো করে,
এই দেখে অন্য পার্টি ভয়ে মাথা কোটে।

এত কিছু নয়,শুধুই শংসাপত্রের বাসনা
হেরে গেলে যাবে তবু মাথা নোয়াবে না॥