কোন জাহাজ নেই,সাবমেরিন,নৌকা কিচ্ছু না।
শুধু ডুবে যাওয়ার অধিকার নিয়ে
একঢোক সমুদ্র,দু'ঢোক সমুদ্র,তিনঢোক সমুদ্র...
কাঁচের গ্লাসে ভাসানো বরফ,খুব বদঅভ্যাস।
তারও নিচে,বুকে,পিঠে পাথর বেঁধে দেওয়া লাশ।
ও কে?
কার স্বার্থে?
একদিন মিলে যাবে দেখো অক্ষরে অক্ষর।
জানি,লবণের খোঁজ হবে গরম ভাতের কোনায়
মাছের গন্ধ মেখে ভেসে এসো বালির ঠিকানায়।