আঁধার খিঁচে ওঠা জীবন আমার
শুধুই বেঁচে থাকার কাঁথা বুনি,
স্বপ্নরা রাত ফুঁড়ে বালিশের আড়ালে
ফোঁপাতে ব্যস্ত।
আজ খোলাপকুচিতে ঠোকর লেগে
রোদগুলো ভেঙে যায়,
রোদ ভাঙে বলে ছায়াও।যে ছায়ার উপর
প্রস্বাব করে খুদ-স্যাঁকা খোলামকুচিগুলো।
আর,
ক্রমশই দ্বান্দিক হয়ে ওঠে আমার স্বপ্নগুলো...