ভালোবাসা জমে আছে বারান্দার টবে।নিখাদ
দাঁড়ালেই ঝরে পরে শিউলি ফুলের মতো বিষাদ।
সার দিই মাটি দিই আদরে রাখি...নিঃসার্থক
তবু কেন তার ডালগুলি মরে যায় অনর্থক?
মাঝে মাঝে পাতায় হলদেটে ছাপ দেখা যায়
করুণ মায়াময় একটা-দুটো ফুলের প্রতীক্ষায়।
বজ্জাত গাছ কোথায় দেবে আর ফল ও ফুল
দাম না চুকিয়েই অসময়ের মরণে সে মশগুল॥