জীবনটা ছিল বড়ই ছন্দময়,
স্বপ্নলোকে তার অবিরল বিচরন••••••
মুহূর্তের দর্জিপনায় সে আজ বর্ণময় ।

ভালবাসার মানেটাই ছিল তখন অস্পষ্ট,
তবুও চোখের পলকে তারই প্রতিচ্ছবি••••••
আজও প্রতিফলিত হয় স্পষ্ট ।

কাগজের প্রেমে কলমের ব্যস্ততা,
স্মৃতির মনীকোঠায় স্বপ্নের মেলা•••••••
ছন্দের সাথে ছন্দের মিলনে, আজ কবিতায় স্নিগ্ধতা ।

আজও অশ্রু ভেজা বিছানায়, রাত্রির হিসেব নেওয়া,
সেদিনের ফাগুনের বিকেলে ওঠা ঝড়ে••••••••
হারিয়ে গেছিল সে, চূর্ণ করে হৃদয়ের চাওয়া পাওয়া ।

আজ জানিনা প্রেয়সী কোথায়,
চাবি দেওয়া জীবনে আমিও ব্যস্ত••••••
তবুও মন কখনো কখনো খুঁজে মরে তারে••••••
আমারি লেখা কবিতায় ।।



প্রেম মানেনা বারণ - 12