শোনো,  আমি চাই না বেশি কথা বলি,
বোকার মতো চোখে চোখ রেখে বসে থাকি ।
উষ্ণ ঠোঁটের মিষ্টি হাসি,
আর,  ঘন কালো কেশ রাশি রাশি,
শুধু এই কয়েকটা জিনিস ••••• বাধ্য করে,
তোমায় আপন করে রাখি ।

শোনো,  হ্যাঁ জানি তুমি বুদ্ধিমতী,
তাতে কি? এতে বাড়ে না প্রেমের গতি ।
কোমল হাতের হালকা ছোঁয়া,
আর,  আদর করে কাছে পাওয়া,
শুধু এই কয়েকটা জিনিস ••••• বাধ্য করে,
হতে তোমার প্রেমে ব্রতী ।

শোনো,  আমি কোনো ঐতিহাসিক নই,
তোমায় ভালবাসতে, অতিতের প্রয়োজন নেই ।
সরল মনের হালকা মেজাজ,
আর,  মিষ্টি স্বরে কথার সাজ,
শুধু এই কয়েকটা জিনিস ••••• বাধ্য করে,
যেন সবটুকু জুড়ে তোমায় কাছে পাই ।

শোনো,  তোমায় আরো জানতে,
প্রয়োজন নেই এতো অন্তরঙ্গে যেতে ।
নিস্তব্ধে আছড়ে পড়া অহরহ নিশ্বাস,
আর,  বক্ষে তোমার শির, নিরবতার বাস,
শুধু এই কয়েকটা জিনিস ••••• বাধ্য করে,
প্রতিটি মুহূর্ত, তোমায় কাছে পেতে ।

শোনো,  না হয় তুমি একটু পরিশ্রমি বেশি,
এতে, হয় না প্রেম বেশি খুশি ।
কোমল হৃদয়ের মিষ্টি প্রতিশ্রুতি,
আর,  প্রতিটি স্পন্দন দুর্বল তোমার প্রতি,
শুধু এই কয়েকটা জিনিস ••••• বাধ্য করে,
হৃদয় দিয়ে সারাটা জীবন, তোমায় ভালবাসি ।।




প্রেম মানেনা বারণ - 3