মৃত্যু ; তোমায় আজ দেখেছি,
আপন অন্তরে পাথর চোখে••••••
তোমায় উপলব্ধি করেছি ।
তোমায় ছুঁয়ে দেখার ইচ্ছে ছিল প্রচুর,
মনের উপর ছিল ভ্রমের চাদর••••••
আপন চিন্তনে তুমি ছিলে দূর ; বহুদূর ।
মৃত্যু ; শুনেছি বড়ই সুন্দর দেখতে তোমায়,
স্বপ্নের দেশে বিচরণ••••••
কবিদের কাছে তুমি অপরূপ রূপময় ।
অথচ আজ শুনেছি তোমার আর্তনাদ,
পোষা ময়নার ছটফটানি প্রাণে••••••
দেখেছি তোমায় ; অস্থিরতায় উন্মাদ ।
মৃত্যু ; যেন আকাশের নেমে আসা শেষ বৃষ্টি,
ভাসিয়ে দিতে বদ্ধপরিকর স্থবিরসম••••••
নিস্তব্ধতায় অন্তিম ঘন্টায় করে সুরের সৃষ্টি ।
মৃত্যু ; আজ কলমে আবার জন্ম নিতে চায়,
আপেক্ষিক আন্দলনে মুক্তির সন্ধানে••••••
নবীন রূপে ক্রমশ জীবন্ত হতে চায় ।।
আমি আমিতেই - 16