ছোট্ট একটা রাজপুত্তুর.......
তুই মোর নয়নের মণি ।
দুষ্টুমিষ্টি ভালবাসায়, মাতিয়ে রাখিস সারাক্ষণ,
তুই যে আমার সোনা মণি ।
ছোট্ট ছোট্ট পায়ে, ছুট্টে বেড়াস........
ধরতে ও পারিনা ।
আবার যখন ক্লান্ত হয়ে ধরা দিস.......
মারতে গিয়ে ও যে পারিনা ।
রাত্রি বেলা আমার বুকে....
মাথা না রেখে তোর ঘুম আসে না,
তোকে ছাড়া আমার ও যে এক মুহুর্ত চলেনা ।
আজ তুই অনেক বড় হয়েছিস, ব্যস্ত জীবন,
কত লোকেই না তোকে চেনে......
সুখের আনাগোনা ।
সোনা, আমি যে তোর মা......
সেটা তোর কজের লোকটা চিনে ও চেনে না ।
দু গাল খাওয়ানোর জন্য তথন কত হয়রানি,
আজ দুমুঠো খাওয়ার....
পেতে ও তোর মুখ ঝামটা শুনি ।
তাতে কি ?..... বুকের হায়টা বুকেই চেপে নেই,
কারন তুই যে আমার, সেই রাজপুত্তুর.......
বড় মিষ্টি, আদরের.......
.....মায়ের সোনা মাণিক.......।।
আমি আমিতেই - 6