আপন অন্তর দগ্ধ, দহন জ্বালায়,
তবুও মুখে স্নিগ্ধ হাসি••••••
শীতলতার ছায়ায় ।
ধুলার শরীরে জমা রক্ত,
বৃষ্টি হয়ে ঝরে তোমারি বুকে••••••
হতে চায় মুক্ত ।

আপন প্রিয়জনের স্বার্থে,
বক্ষ চিরে ফসল ফলাও••••••
কণায় কণায় বিষাক্ত কীটের উর্ধ্বে ।
সবারি প্রয়োজনে নিজেকে গড়ে নাও,
পুতুলের বেশে সজ্জিত••••••
নিজেকে পুড়িয়ে রূপ দাও ।

মাতৃত্বের ঢালে যতই হোক না পূজিত,
তবুও আসুরিকতায়••••••
মাতৃ গর্ভে হও তুমি নিপীড়িত ।
তোমার বুকের সোঁদা গন্ধে রেখে মাথা,
আজও ঘুমোতে চায় আমার প্রাণ••••••
ভুলে যেতে চায় সব ব্যথা ।

তবুও গরম রক্তে ভিজে, আজও তুমি কর্দমাক্ত,
' মাটি '•••• তুমি ঠিক••••' নারীর '•••• মতো ।।




আমি আমিতেই - 7