মন তোকে বোঝা বড়োই ভার,
তোর মনের ঘরে রাধার বাস•••••••
আর আঙিনায় আলপনা অন্যজনার ।
তোর বাঁশিতে ব্যাকুল কেউ,
আর সুরের ছন্দে মেতে•••••••
রাধার বুকে ওঠে প্রেমের ঢেউ ।

মন জানি তুই রন্ধ্রে রন্ধ্রে দুটি খন্ডে বিভক্ত,
কখনো রাধার প্রেমে বিভোর•••••••
আবার অন্যজনার ছোঁয়ায়; বিহঙ্গ হয় মুক্ত ।
ভেতরের না বলা জমানো কথা,
শুধু বোঝাটাই বাড়িয়ে গেল•••••••
কমলো না এক ফোঁটা ব্যথা ।

জেতার অভ্যেসটা তার কোনোদিনই নেই,
মনের কোণে সবই দিয়েছে সঁপে••••••
তাই  হারানোর ভয়টা নেই ।
মনে মনে মিল নেই, ক্লান্ত প্রেমের বাতাস,
তবুও লোক লজ্জার ভয়টা আছে দুজনার••••••
তাই একই মনে করে চলেছে থাকার অভ্যাস ।

মনের জমিন আজ বড়োই রুক্ষ,
প্রকৃতির পরিহাসে পড়েছে আকাল•••••••
রিক্ত প্রেমের বৃক্ষ ।
তাই রাধার চোখেতে নেই ঘুম; চষতে মাটি ব্যস্ত,
আর বৃষ্টির আশায় আন্যজনা•••••••
করে মেঘের ঘরে দাসত্ব ।।




প্রেম মানেনা বারণ - 2