মনে পড়ে•••••••?
তুমি আমি দুজনা,
হাতে হাত রেখে গোধুলি বেলা•••••••
প্রেমেতে মগ্ন, হয়ে আনমনা ।
আজ সবই তা গেছো ভুলে•••••••
স্মৃতিতে ও হয়তো আমি অচেনা ।

মনে পড়ে•••••••?
রাতের পর রাত জেগে থাকা,
তোমারই চিন্তায় হয়ে বিভোর•••••••
বিনিদ্র রাত্রি, পাতার পর পাতা কবিতা লেখা ।
তোমারই ছায়ার সঙ্গি হতে•••••••
পায়ে পা মিলিয়ে পথচলা, বোকা বোকা ।

মনে পড়ে•••••••?
যখন আমার উপর রেগে থাকতে তুমি,
রাগ ভাঙাতে সারাটা দুপুর•••••••
তোমার জানালার পাশে ক্ষমা চাইতাম আমি ।
পাড়ার দাদাদের ছিল চোখ রাঙানো ধমক••••••
ভয়ে পিছোইনি, দৃঢ় বুকে আমি যে প্রেমি ।

মনে পড়ে•••••••?
যেদিন তুমি আমায় ছেড়ে চলে গেলে,
পয়সার পাহাড়ে চাপা শ্বাসরুদ্ধ প্রেম••••••••
অলিকের মোহে মুখ ফিরিয়ে নিলে ।
বুক ফাটলেও, নাঃ মুখে কিছুই বলিনি সেদিন••••
ধুতে চেয়েছিলাম স্মৃতি; চোখের জলে ।

মনে পড়ে•••••••?
সেদিন প্রেমের মৃত্যু ঘটেছিল; আমার নয়,
পয়সার ওজন মাপতে ছিলাম দৃঢ় প্রতিজ্ঞ•••••••
আজ উচ্চতার শিখরে আমিই সর্বময় ।
পুরনো দাবানলটা ও ঠাণ্ডা•••••••
আজ আমার প্রকৃতি আবার তৃণময় ।

বিধাতার খেলায় নিঃস্ব তুমি•••••••
আজ দাঁড়িয়ে আছো একা ।
সেদিনের দম্ভে ছিলে বিভোর তুমি••••••
আজ হৃদয়টা তোমার ফাঁকা ।।



প্রেম মানেনা বারণ - 13