সম্পর্কের ভিড়ে; কত শত সম্পর্ক আসে;
       আবার চলে যায়,
             অন্তহীনে নিরালায় ।
তবুও কিছু সম্পর্কের•••••
খুনসুটিপনা একই রয়ে যায় ।
       যে ছিল অচেনা অন্য জন;
খুনসুটিতে মুহুর্তেই হয়ে যায় আপনজন ।

কথনো বা তাতে বসে; মান অভিমানের পালা;
      ক্ষণিকেই ঘটে ক্রোধের বর্ষণ,
             দস্যিপনায় অবুঝ মন ।
তবুও স্নেহের শীতলতায়•••••
শান্ত হয় সে নিষ্পাপ মন ।
     খুনসুটিতে; হই হুল্লড়ে; আপন ঘোরে;
দুঃখ পেলেও; সঙ্গোপনেই গুমরে মরে ।

এর মাঝেও সম্পর্কের মাধুর্যতা সে ভোলেনি ।
     ব্যঙ্গের সুরে যে যাই বলুক,
            কোমলতার ছায়ায়; তার মুলুক ।
জীবনের চড়াই উতরাইয়ের নিরন্তরে•••••
রাগ; হাসি; ঠাট্টা চলছে চলুক ।
     জানি সূর্য ঢলে পড়বেই অন্ধকারের কোলে;
তবুও বোবা সম্পর্ক দাঁড়িয়ে; রং মশাল জ্বেলে ।।




আমি আমিতেই - 20