শুনেছি কত কবিতায়;
কত শত বইয়ের পাতায়; ইতিহাস গাথায়,
কেউ আসবেন এই ধরায় ।
অস্ত্র হাতে অসুর ধ্বংস করতে••••
হয়ে মানুষের সহায় ।
কিন্তু কোথায় তিনি••••?
তবেকি তাঁর বাসস্থান মানুষের কল্পনায় ?
অশুভের বাকি আর আছে টা কি ?
মাতাল বাবাটা ছিঁড়ে খায় নিজ মেয়েটাকে••••
আমরা শুধুই বোবা দর্শক হয়ে দেখি ।
যদি কখনও একটু আধটু আঁতে ঘা লাগে;
মোমবাতি মিছিল বের করে••••
ন্যাকা কান্নায় সেলফি তুলে পোষ্ট্ করি আগে ।
সংবিধানী বেড়াজাল পেরিয়ে••••
আবারও অসুরটা সমাজেই ঘোরে ।
দুর্যোধনেরা সেদিনো ছিল; আজও আছে,
শত দ্রৌপদীর সম্মান লুণ্ঠন করছে ।
তফাত শুধু এটাই••••
গাণ্ডীবধারীও নেই; আর সখা কেশবও নেই ।
ধর্মকে টিকিয়ে রাখার তাগিদে••••
সাক্ষী রক্ত ভেজা কুরুক্ষেত্র,
আজ সমগ্র বিশ্ব অশুভের রণক্ষেত্র ।
খুবই অবাক লাগে দেখে,
কয়েকটি অসুর ভালোমানুষী রং মেখে;
সমাজের উপর রংবাজী করে যাচ্ছে,
ভদ্র ছাপোষা মানুষও••••
তাদের ইশারায় নিরন্তর নেচে যাচ্ছে ।
সমগ্র জগৎ আজ দিশেহারা••••
অশুভ কালো মেঘের ঘনঘটায়,
সমাজো তাই ভুগছে আত্মবোধ হীন সঙ্কীর্ণতায় ।
শুনেছি পাপের বোঝা কমাতে••••
বারে বারে তিনিই ধরাতে অবতার রূপে আসেন ।
শত আর্তনাদে কর্ণ বধির হওয়ার উপক্রম••••
তবুও কি তিনি আদৌ তা শোনেন ?
চেতনা যখন আলোকবর্ষ উন্মোচনে ব্যস্ত,
কুসংস্কারের বেড়াজালে••••
সংস্কৃতি তখনও ব্যতিব্যস্ত ।
কল্পনায় যিনি; তিনি তবুও শান্ত ।।
আমি আমিতেই - 17