কালবৈশাখী

নিস্তব্ধ অন্তরঙ্গের ভিড়ে আজ অশনি সঙ্কেত ।
আলপিনের হোঁচটে শব্দটা বড়োই তীক্ষ্ন•••••••
কোম্পিত বুকে•••••••
মেঘের সাথে ঘটে মনের বিভেদ ।

অন্ধকারে আকাশটা আজ কালো ।
সূর্য পরেছে মেঘের হাতকড়া•••••••
বাতাসের গন্ধে মিশে•••••••
ঘুরপাক খায় জমাট বাঁধা ধুলো ।

ঈশানী আজ একা, পূবের কোনে তাকিয়ে ।
ঝড়ের দাপটে ঘরছাড়া মন•••••••
অসহায় রাস্তার মাঝে•••••••
শান্তির আশায় দাঁড়িয়ে, হাত বাড়িয়ে ।

জানি কালবৈশাখী সেতো কয়েক মুহূর্তের ।
নীলের মোহে আকাশ হবে শান্ত•••••••
মন ও খুঁজে পাবে তার পথ••••••
প্রেম ও শান্তি; প্রকৃতির; চিরকালের ।।




আমি আমিতেই - 5