জ্যোৎস্না ভেজা রাতে•••••
শরবীর কামাতুর ছটা,
উষ্ণ অনুভূতির মাঝে প্রেমের ঘনঘটা ।
তুমি ধরা দিয়েছিলে মুক্ত চিত্তে•••••
শরীরী ছায়ায় প্লাবিত জোয়ার ভাটা ।

নীলাভ রেশমি বাঁধন হতে•••••
দখিনা হাওয়ায় শিহরিত যৌবন,
শাড়ির ভাঁজে সিক্ত তোমার তন ।
চিবুকের সাথে চিবুকের খুনসুটি•••••
আড়ষ্ট ঠোঁটে প্রেমের দহন ।

তুমি মূর্চ্ছিত প্রেমের সোহাগেতে•••••
বলিষ্ঠ বন্ধনে অসহায় চুড়িরা খান খান,
মল্লিকার শুভাশে, তন্দ্রায়িত প্রাণ ।
উন্মুক্ত ভঙ্গিল দয়ের মাঝে••••••
উষ্ণ জিহ্বা, আপন ষ্পর্শে খোঁজে ত্রাণ ।

তৃপ্তির দুয়ারে তোমার সাথে•••••
পৌঁছে ছিলাম দুজনা,
ক্ষুধা নিবারণে ছিলাম আনমনা ।
সতিত্বের ভাষা কেউই বুঝিনি সেদিন•••••
প্রেমের সুধা ব্যতীত, সবই ছিল অজানা ।।




প্রেম মানেনা বারণ - 10