ওগো মেয়ে•••••
তুমি কি শুনতে পাচ্ছ•••••?
রাখালিয়া বাঁশিও আজ পাগল•••••
খালি ভগ্ন সুর তুলছে ।
মেঠো পথের ধারে লুটিয়ে মাটিতে তোমার••••
নুপুরের ছন্দ শুনছে ।


ওগো মেয়ে•••••
দোহাই তোমায় দেখো•••••••
একটি বার, নদীটির পানে চেয়ে দেখো ।
ব্যাকুল হয়ে ঢেউয়ে রা আছড়ে পড়ছে,
মাদোলিয়া সুরে তোমাকে ছুঁতে চাইছে ।
না পেয়ে তোমায়, ভগ্ন পাড়ে•••••
বিরহ জ্বালায় কেঁদে মরছে ।


ওগো মেয়ে•••••
যেও না, পায়ে পড়ি যেও না••••••
সে যে অট্টালিকা জঙ্গল, সেথায় যেও না ।
বুড়ো বট গাছটা আজানা আশায় বুক বেঁধে•••••
আজও শুকনো মুখে পথ চেয়ে দাঁড়িয়ে আছে,
ঘরের মেয়ে যে বাইরে••••••!
সাঁঝের বেলায় কনকনে শীতেও সে অনড়•••••
পথের ধারে তোমার অপেক্ষায় দিন গুনছে ।।



প্রেম মানেনা বারণ - 11