ঝুমুর তালের নাচে এমন নেচে নেচে ওঠে,
ঐ মাদল সুরে বাদলেতে প্রেমের হাওয়া ওঠে ।
সাল পিয়ালি বনের মাঝে বকুল ফুলের নুপুর,
ঐ ছন্দ ভরা পথের মাঝে সকাল ও দুপুর ।
শীতের কোলে পৌষ পরব খুশির মেজাজেতে,
ঐ ঠুমকি দেওয়া কোমর দোলে প্রেমের পরাগেতে ।
সাঁঝের আলো গায়ে মেখে শিমুল বনের মাঝে,
ঐ মরদ জোরের সোহাগেত বাঁধন ছেঁড়া লাজে ।
রাতের কোলে ঘুমায়ে যখন স্বপ্ন ভাঙে দিনে,
ঐ লাল মাটি ভিজে তখন আঁখি জলের বানে ।
লাল পাহাড়ির দেশ ছেড়ে কাজলা নদীর পাড়ে,
ঐ রেল গাড়ি ছুটে চলে সোহাগ বাঁধন ছিঁড়ে ।
গরল জ্বালায় এ অন্তর••••••••
মরদ এখন তেপান্তর••••••••
বকুল ফুলের নুপুর ভাসে কাজলা নদীর কোলে,
ঐ কলসি ভরা কলঙ্ক তলাইং যায় জলে ।।
প্রেম মানেনা বারণ - 5