ভালবাসার আজ নেইকো ঠিকানা,
হয়তো মুখোশের আড়ালে•••••••
নয়তো বা মুখ অচেনা ।
ক্লান্তি জড়ানো বুকে ফুটন্ত লাভা,
হৃদয় যেন এক ঝলসানো মাংস পিন্ড••••••
তাই ভালবাসার নেইকো কোনো আভা ।
সবার আছে আপন ঘর, সাজানো স্বর্গের মতন,
লোভ ও লালসার যায়গা জুটে যায়••••••
ঘৃণা ও বিদ্বেষ আসে যখন তখন ।
যার রশ্মিতে তুমিও পেলে আলো,
ভালবাসার শূন্যতায় নিরন্তর জ্বলছে সে•••••••
আত্ম দহনে শুধুই আলো দিয়ে গেল ।
অনুভূতির ও জুটে যায় স্বপ্নলোকে আশ্রয়,
ভালবাসা শুধু থাকবে কোথায়•••••••?
মন জোনাকির ও কাটছে রাত্রি আঁধারের ভয় ।
ভোরের আলোয় ভাবনারা নির্বাক্,
ভালবাসা আজ বড্ড অসহায়•••••••
আশ্রয়ের সন্ধানে জুটেছে শুধু স্বার্থের ঘূর্ণিপাক ।
আকাশটা আজ হাসছে আপন মনে,
বসত্বের অধিকারে•••••••
ভালবাসার লড়াইটা চলছে সঙ্গোপনে ।
কালের হাওয়ায় জানি গোলাপটা ঝরে যায়,
অস্তিত্বের তাগিদে•••••••
আবার ছোট্ট কুঁড়ি ও আশ্রয় পায় ।।
আমি আমিতেই - 2