আমি ক্লান্ত•••••••••
কখনো ঝড়ের হাওয়ায়,
কখনো বা হৃদয়ের মরচে খাওয়ায় ।
আমি প্রতিনিয়ত দেখেছি মৃত্যু•••••••
দাবানলের মাঝে বিধ্বস্ত ।
আমি ক্লান্ত•••••••••
মেকি পনা সমাজের আইনে,
অজস্র চিন্তাভাবনার বনে ।
আমি দেখেছি ডুবে যাওয়া প্রাণ•••••••
মুক্তির সন্ধানে দ্বারস্থ ।
আমি ক্লান্ত•••••••••
জীবন রঙ্গমেঞ্চ চলে অহরহ অভিনয়,
চিত্ত চরিতার্থের হাসি, সুখের সন্ধানে নয় ।
আমি বুঝি সম্পর্কের মাপকাঠি••••••••
আজ করে স্বার্থের দাসত্ব ।
আমি ক্লান্ত•••••••••
শরীরের বসে চলে মনের গোলামি,
কর্তব্যের কাঁটায় রক্তাক্ত আমি ।
মুক্তির সন্ধানে রিক্ত চোখ••••••••
আমার প্রাণ বায়ুটাও বিষাক্ত ।।
আমি আমিতেই - 4