চাওয়া পাওয়ার বেড়াজালে........
জড়িয়ে চলে একঘেয়ে জীবন,
হোঁচট খাই মনের দরজায়, তাতে কি ?
আমি যে আমিতেই.........
আত্ম স্বার্থে বিভোর সর্বক্ষণ ।
ইচ্ছে গুলোকে ধামা চাপা দেই.........
পাহাড় সমান দায়িত্বেয় মাঝে,
ধীরে ধীরে ভুলেই যাই তা........
লোক দেখানো রঙিন সাজে ।
আপন খেয়ালে.......
জীবনের চাওয়া পাওয়া ভুলে,
সস্তা নেশায় মাতাল হয়ে রিক্সা ওয়ালাটাও..... জীবন রিক্সা নিয়ে আপন মনে চলে ।
আমি যে আমিতেই মজে,
বিলেতি নেশায় ভিজে........
জীবনের হিসেব কষতে ব্যস্ত ।
EMI টাও যে দিতে হবে.......
আরো চাই, করতে করতে আজ সর্ব শান্ত ।
ফুটো চালায় আজও ধরা দেয় মিষ্টি চাঁদ ।
দু মুঠো ভাতে, আজও কেউ খুঁজে পায়.........
সোনালী স্বপ্নের রাজকীয় স্বাদ,
আপন খুশিতে মুক্ত চিত্তে হয়ে উন্মাদ ।
ইচ্ছে করে তবুও উপায় নেই,
আমি যে আমিতেই আবদ্ধ.........
শীত তাপ নিয়ন্ত্রিত ঘরে,
যন্ত্রে খুঁজি সোনালী সুখ আপন ঘোরে ।
কাঁধে কাঁধ মিলিয়ে আমারও ইচ্ছে করে,
ধুলো মাখা রাস্তার ছেলেটার সাথে........
খেলা করি প্রাণ ভোরে ।
গৃহ হারা পথের ঠাম্মাকে ভালবেসে,
ওর কষ্ট টাকে আপন করে নেই বশে পাশে ।
আমি চাইনা আর আমিতেই আটকে থাকতে,
কুয়োর বাইরেও যে একটা জগত আছে.........
আমার সঙ্কীর্ণ মন চায় আজ তা দেখতে ।
ভদ্র মুখোশের সাজ আর চাই না,
কিন্তু তা যে আর পারি না..........
সামাজিক আদব কায়দায় আর হয়ে ওঠে না ।
তবুও এ বেড়াজাল করতে নষ্ট,
হাল ছাড়িনি আমি আমিতেই.........
কবি হয়ে আজ লিখতে চাই স্পষ্ট ।।
আমি আমিতেই - 11