হঠাৎই বান্ধবীকে ভালোবেসে ফেলেছি
মাঝে মাঝে ওর জন্য নিয়ে যায় টোপা কুল
ওর চোখের দিকে তাকালে -মারাত্মক নদী
ওর হাত ছুলে, মনে জোর আসে।
যা দাম হয়েছে মেয়েদের সাজগোছের
ছুলেই আগুন
অথচ বান্ধবী আর ভালোবাসাবাসি।
ওকে শরতের কাশবনে খোলা চুলে
কালো টিপে বেশ মানায় !
তাই ওর জন্য কিনে আনি একপাতা কালো টিপ।
চারিদিকে মানুষের দলছুট জীবন
এখনও বাকি আমাদের ভালোবাসাবাসি,
এখনও তার নদীর ধারে দাড়িয়ে
ছিপ হাতে বসি, মাছ ধরি
সাঁতার কাটি ছলাৎ ছল।
প্রতীক্ষায় আছি --
কবে সে স্পষ্ট বলে দিবে --দাড়িয়ে কেনো? ডুবে মরো
আমি তোমাকে জলজ মানি।