ক)  মুরগি ----
      চিৎকার করলে
      মানুষ ভাবে এই বোধই সকাল হয়ে এলো।

খ) ধর্ম -----
     হাওয়াকে যতই তুমি মুঠোবন্দি করতে যাও
ততই মুঠো থেকে বেরিয়ে যাবে।

গ )কবি ----
     ভাবনার তো আর পা নেই
    শিকল পড়াবে কোথায়?

ঘ) কাকতাড়ুয়া -----
     দেখতে ভয়ঙ্কর
      অতি সাবধানী, ঈশ্বরের মতো বিনয়ী।

ঙ) প্রেম বিষয়ক ------
      প্রেমে পড়ার মতো এতো কঠিন আত্মহত্যা আর কিছু হয় না।

চ) ভালোবাসা ----
      কাউকেই ভালোবাসি বলোনা
এমনকি সে যদি একজন প্রেমিকও হয়।

ছ) ফুল -------
     ফুল কখনো ফুলেদের ছিঁড়ে না
তার কাজ শুধু সুগন্ধ ছড়ানো।

জ)  কবিতা -------
       হাজার প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে
বাড়ি ফিরে আবার তোমাতেই মগ্ন থাকা।

ঝ) নারী ----
      গরুর মাংস হিন্দুরা খায় না
শুকরের মাংস মুসলিমদের নিষিদ্ধ
কিন্তু নারীর মাংস স্বার্বজনীন।

ঞ) লড়াই -----
       যে গরিব চাষ করে সে পরিশ্রমী
যে পঙ্গু দুটো পা নেই সে গাছ।

ট) মা -----
     মোমবাতি
                 পুড়ছে
                           পুড়ছে
আর ছড়িয়ে পড়ছে আলোর বিচ্ছুরণ।

ঠ) অহংকার -------
      ঝড়ের আগে গাছেরা নৃত্য করে।

ড) আগুন -----
        সাবধান,
                  ফুঁ দিলেই নিভে
       ফুঁ দিলেই জ্বলে।

ঢ) আফসোস -----
     পাখি উড়ে যায়
    পড়ে থাকে শুধু পালক।

ন) সম্পর্ক------
     আয়না শুধু তোমার মুখ দেখায়
   আর কাঁচের টুকরো দেখায় সর্বাঙ্গ
আয়না প্রেমিক, কাঁচের টুকরো বন্ধু।

ত) ভাগ্য ------
      বাজ পড়া তালগাছ
একপায়ে দাড়িয়ে
বাজ কিন্তু পাপির  মাথায় পড়ে না
পড়ে অর্ধেক বাড়ি বানানো গরিবের মাথায়।

থ) আঁকিবুকি ------
      ছেলেটা রং পেন্সিল দিয়ে ছবি আঁকছিলো
বললাম দুঃখ  ছবি আঁকো
সে বাবার গামছা আঁকলো।

দ) চোখ ------
     মৃত মানুষের সাথে সেক্স করলে তোমরা বলো
বিকৃত মস্তিস্ক, নেক্রোফাবিয়া
কিন্তু যখন কান্না পাই
সেটাকে তোমরা কি বলবে?

ধ) ঈশ্বর -----
    ফাঁসির কাঠগড়ায় জল্লাদ আসামিকে জিজ্ঞেস করলেন
তোমার শেষ ইচ্ছে কি?
----ঈশ্বরের হাতে খুন হতে।

ন) গাছ------
      যে যত সাধারণ
   সে তত বেশি অসাধারণ।

প) আতরঙ্গি ------
      ছেলেটা রং পেন্সিল দিয়ে ছবি আঁকছিলো
বললাম --এমন একজনের ছবি আঁকো
যেন সবার ছবি আঁকা হয়ে যায়
সে বাঘের ছবি আঁকলো, মানুষের নয়।

ফ) লেখক -----
      যে সাধারণ জীবন বেছে নেয় সে সাহসী
যে লেখকের জীবন বেছে নেয় সে দুঃসাহসী।

ব)যুদ্ধ ---.---
      আত্মহত্যা  করেছো কেন?
লাশটা কোনোরকমে মাথা তুলে বললো
একটা চাকরির জন্য।

ভ) জীবন -----
      রসের হাঁড়ির ওপর রাজত্ব করতে আসা পিঁপড়েটাও
একসময় হারিয়ে ফেলে উঠার ক্ষমতা।

ম) ব্যস্ততা ------
      ভিখারি এসে দাড়িয়ে থাকে
আমি বলি --দাড়া চুপ করে
সে বলে --তাড়াতাড়ি করুন তারা আছে।

য)অস্তিত্ব -----
     আমি যে বেঁচে আছি তা কিছুতেই বিশ্বাস করে না মানুষ --
হাত কাটি, পা কাটি, কেটে দেই গলা।

র )পাখি ----
      দাঁতের ধর্ম শুধু বীজ চিবিয়ে খাওয়া নয়
তা বাড়ির কার্নিশে গজিয়ে ওঠা বৃক্ষটি জানে।

ল )উৎসর্গ ---
      যে মেয়েটি আমাকে একবার হলেও ভালোবেসেছে
যে মেয়েটি আমাকে একবার হলেও ঘৃণা করেছে।

ষ )স্বপ্ন ------
     ধান কাটার সময় এসেছে, হাত কাটার নয়
তবু হাতে রক্ত কেন?
আমাদের ঘুমের ভিতরে কখনো কখনো একটি মেয়ে জলখাবার দিয়ে চলে যায়।

স )সেক্স ----
      সব আগুন জ্বলে ওঠে এন্ড্রয়েড ফোনে।

হ )নিয়তি -----
     আগুনের মতো জলও অনিবার্য সত্য। মৃত্যুও তাই।

ড় )পরিচিত ------
      কাল ইন্টারভিউতে কিছুতেই পরিচয় দিতে পারিনি
অথচ ভাবাচ্ছে শুধু জি. কে কারেন্ট আফেয়ার্স
আসলে মানুষের জীবন আছে, পরিচয় নেই।

ঢ )বৃদ্ধাশ্রম -----
      যাদের ছেলে মেয়ে নেই
তারা আমাকে ঈশ্বরের দূত ভাবতে পারো।

য় )সঙ্গদোষ -----
     মা বলেছেন খারাপ মানুষদের সাথে মিশবে না
কিন্তু আমি কিছুতেই নিজের সাথে মেশা আটকাতে পারি না।

ৎ )সম্পর্ক ------
    পৃথিবীর সব সম্পর্ক বিচ্ছেদের নয়
মানুষ মারা গেলে
তাদের কবর  এক পল্টেই হয়।

)বাবা  -----
   বাবা যখন ঘুমায় তখনও
তার চেহারায় কষ্ট জেগে থাকে।

)সক্রিয়তা ----
  শুধু আগুনকেই মানুষ ভয় পায় না
পেট্রোলকেও মানুষ ভয় পায়।

)আলাপ ----
   দুটি পাখি যখন একত্র হয়
তারা মূলত সাপের কথাই বলে
হয়তো বা মানুষের।