আপনারা সকলেই শ্রমিকদের চেনেন
শ্রমিকরা যেখানে যেখানে বসে
সে জায়গাটা হয়ে যায় তুতঁফল।

তাদের বেঁচে থাকার মতো থাকে
কয়েক হাত ধানক্ষেত
এবং
সিলেবাস জীবন।

আর বিনোদন বলতে
মেলায় দাড়িয়ে আগুনপান --

রোদজ্বলা খাঁ খাঁ দুপুরে শ্রমিক লুটোপুটি করে।
ধানখেত, গমখেত, আলুখেত চিবিয়ে চিবিয়ে শ্রমিকদের খায়।
আর শ্রমিকরা খায় শুধু আগুন।