আমি জানি না অভিশাপের নির্দিষ্ট কোনো সংজ্ঞা আছে কিনা
কেউ কাউকে অভিশাপ দিলে মানুষ মরে কিনা
যদি তা হয় -তাহলে আমি নিজেকে এখুনি অভিশাপ দিচ্ছি --আমার অসুখ হোক। তোমাকে ভুলে যাওয়ার।
আমি জানি না ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা আছে কিনা
কেউ কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখে কিনা
যদি তা হয় --তাহলে ছেড়ে যায় কেন?
কাউকে না পাওয়ার বেদনায় মানুষ অঝোরে কাঁদে কেন?
আমার কষ্ট হচ্ছে কেন?
আমি ঝাপ্টা ঝড় এ ভেঙ্গে যাওয়া বাসাহীন পাখির মতো ছুটছি কেন -এডাল ওডাল --
সময় বড় নিষ্ঠুর, বড় কঠিন, হৃদয়হীন
তোমাকে আমার থেকে ছিনিয়ে নিয়েছে
সব ভালোবাসা হ্যাপি এন্ডিং হয়না,
সব ভালোবাসা পূর্নতা পাইনা
এতো মানুষের ভিড়ে যেদিন তোমার চোখে চোখ আটকে গিয়েছিলো --সেদিন মনে হলো --তোমাতেই জীবনমরণ -তোমাতেই শেষ।
যদি জানতাম সেদিনই আমাদের শেষ দেখা
তাহলে ভরাডুবি জলে দুজনে পা ডুবিয়ে আর কিছুক্ষন গল্প করতাম। তোমার চোখে চোখ রেখে দুঃসাহস করেই বলতাম --ভালোবাসি।
তোমার প্রায়োরিটি লিস্টে আমি কখনোই ছিলাম না।
আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি
তোমার জন্য হাপিত্যেশ করে মরছি
অদ্ভুত এক বিষণ্নতার মধ্যে সময় কাটাচ্ছি
একদিন তুমিও আমার জন্য এইভাবেই অঝোরে কাঁদবে
আমার অসার দেহে লেপ্টে যাবে তোমার লিপস্টিকের রং
কিন্তু আফসোস আমি কিছুই শুনতে পাবো না
দেখতে পাবোনা তোমার অনুশোচনা।
আমি ভালোবাসি তোমাকে, তুমি ভালোবাসো অন্যকাউকে।
সেও ভালোবাসুক অন্য মানুষকে।
ভালোবাসা সবসময় ভুল মানুষের সাথে হয়।
ভুল ঠিকানায় পৌঁছে যায় মনখারাপের কবিতা।
সব কবিতায় নায়কা থাকে না,
সব গল্পে ভালোবাসা প্রাধান্য পাইনা,
সব উপন্যাসে প্রিয় মানুষের হাতে হাত রেখে রাস্তা পার হওয়ার রেশ থাকে না।
সব সম্পর্কে হ্যাপি এন্ডিং থাকে না।
আমি জানি না অভিশাপের নির্দিষ্ট কোনো সংজ্ঞা আছে কিনা
কেউ কাউকে অভিশাপ দিলে মানুষ মরে কিনা
যদি তা হয় --তাহলে আমি নিজেকে এখুনি অভিশাপ দিচ্ছি -আমার অসুখ হোক
তোমাকে ভুলে যাওয়ার।