মাঝে মাঝে আমার ঘুমের ভিতরে যে তুমি
মাথায় হাত ছুঁয়ে চলে যাও
তাতে কি আমার আয়ু বাড়বে?

রোজ যে ঈশ্বরের পায়ের নিচে সুগন্ধি ধুপ জ্বেলে দাও
তাতে কি এই মহল্লার সবচেয়ে সুন্দরী অনন্যা সেন
আমাকে একবার হলেও ভালোবাসবে?

নাকি আমার আয়ু আর অনন্যার ভালোবাসা
দুজনেই আমাকে বোকা বানিয়ে চলে যাবে
নীল মলাট, বাংলা কবিতার বই হয়ে।

আসলে মৃত্যুর পরেও আয়ু আর প্রেমিকার
হাত ধরে হেঁটে যেতে হয় আমাদের।

তানাহলে কার সুপারিশে বলবে আমরা বেঁচে ছিলাম।