আমার বাড়িতে আজ চারটে বিড়ালের বাচ্চা হয়েছে
এখনো চোখ ফোটেনি
আমি চাইলে ওদের এখুনি মেরে ফেলতে পারি।
তারা একে অপরের সঙ্গে কথা বলছে
যে ভাষাতে তা কান্নার।
ছেলেবেলায় একটি চঞ্চল কুকুরের বাচ্চা
বিনা দোষে মেরে ফেলার জন্য
আমি আজও নিজেকে ক্ষমা করতে পারিনি।
ভাগ্যিস ওরা সঙ্গে সঙ্গে চোখে দেখতে পাই না
ভাগ্যিস ওরা তখনও অন্ধ
মানুষ চেনে না
নইলে ওরাই পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠ জীব বলে মনে করতো।
আর মানুষ নিজেদের অপরাধী মনে করতেন সবসময়।