মাঝরাতে কুকুর ডাকছে।
শুনে মা ভাবছে, কানের পর্দা ফেটে যাবে।
ঠাকুমা ভাবছে, ঘুমের বারোটা বেজে গেলো
একজন কবি ভাবছে, আহা, এতো কবিতার আর্তনাদ।
আমরা জানি কুকুর কিন্তু চিৎকার করে না রোজ
কোনোও কোনোওদিন কাঁদে
কোনোও কোনোওদিন হাসে।
দাদু ভাবছে, এ যেন খাঁচায় বাঁধা পাখির গান
একমাত্র মাঝরাতে রক্ত বিক্রি করে বাড়ি ফেরা
বাবা জানে
আরে, এ তো আমি !