সারাদিন অফিস শেষে
আয়নাকে জিজ্ঞেস করি

ঈশ্বর কোথায় থাকে

সে বলে --বৃদ্ধাশ্রমে
তুমি যাকে রেখে এসেছো।