আর যাইহোক --তোমাকে নিয়ে কবিতা লেখা যায় না,
লিখতেই হলে লিখতে হবে আগামীদিনের ক্যালেন্ডার।
লাল কালি দিয়ে মার্ক করে রাখতে হবে আমাদের চোরাদুঃখ
নীল কালি দিয়ে আত্মহত্যার কন্সপিরাসি --
কালো কালি দিয়ে অগত্যা বিচ্ছেদ।
আর যাইহোক --দিনান্তে বুঝেছি মৃত্যু বহুদূরে নয়
যতটা তুমি,
আমাকে ভুল বোঝোনা
আমার ক্যালেন্ডারের সবসপ্তাহে রবিবার নেই,
মাছের বাজারে মাছের কানকো উল্টে তোতলামি নেই।
কি হলো? সামনে দাঁড়িয়ে গেলে কেন?
সরে দাড়াও,
আমি কবি নয়,
মরা গাছে জল দেওয়ায় আমার কাজ।